Sunday, September 8, 2024
Homeরাজ্যপশ্চিম বর্ধমানGas Leak at Durgapur Steel Plant দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে...

Gas Leak at Durgapur Steel Plant দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে তিন শ্রমিকের মৃত্যু

কৌশিক বসু, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Gas Leak at Durgapur Steel Plant বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। শুক্রবার সকালে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মোট ৮ জন ঠিকা শ্রমিক। গুরুতর অসুস্থদের দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন জানান, ৮ জন শ্রমিকের মধ্যে ৩ জন শ্রমিক মারা গেছেন। বাকি ৫ জনের চিকিৎসা চলছে। মৃত শ্রমিকদের নাম সিন্টু যাদব, সজল চৌহান, সন্তোষ চৌহান।

গ্যাস লিক করে অসুস্থ এক শ্রমিক

শুক্রবার সকাল এগারোটা নাগাদ বেসিক অক্সিজেন ফারনেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তখন ওই ঠিকা শ্রমিকরা কাজ করছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক আশরাফুল মজুমদার ফোনে জানান, বিষয়টির তদন্ত হচ্ছে। এদিকে এই দুর্ঘটনার জন্য ইস্পাত কর্তৃপক্ষকেই দায়ী করেছেন শ্রমিকরা। দুই দিন আগে থেকেই এই বিষাক্ত গ্যাস লিক হচ্ছিল। বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় চাপা আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানায়।

Gas Leak at Durgapur Steel Plant

আরও পড়ুন : Deucha Pachami Coal Block ‘কোনওভাবেই কয়লা খনি হতে দেব না’, দেউচা পাচামি বিরোধী মিছিল পৌঁছল পানাগড়ে

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular