Sunday, November 3, 2024
Homeরাজ্যকোচবিহারFruit strawberries in Cooch Behar পেশায় শিক্ষক, নেশায় চাষি! কোচবিহারে স্ট্রবেরি ফলিয়ে...

Fruit strawberries in Cooch Behar পেশায় শিক্ষক, নেশায় চাষি! কোচবিহারে স্ট্রবেরি ফলিয়ে তাক লাগালেন রূপম

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা:  তুফানগঞ্জ অন্দরানফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপম পাল। পেশায় শিক্ষক, নেশায় চাষি। তিনিই প্রথম তুফানগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি ফলের চাষ শুরু করেছেন। স্ট্রবেরি ফল চাষে করে লাভের আসা করছেন রূপম পাল। অনেক খরচ হলেও, এটি অনেক লাভজনক ফসল। তাঁর দাবি, স্থানীয় চাষিরা এই স্ট্রবেরি ফল চাষ করলে অনেক লাভবান হতে পারবেন।

কোচবিহারে স্ট্রবেরি ফলিয়ে তাক লাগালেন রূপম Fruit strawberries in Cooch Behar 

আরও পড়ুন : Central delegation team at Jalpaiguri ১০০ দিনের কাজের খোঁজ নিতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

৫ কাঠা জমিতে দুই ধরনের প্রজাতির স্ট্রবেরি চাষ করেছেন রূপম পাল। বর্তমানে ২ হাজার চারা রয়েছে তাঁর জমিতে। আর এজন্য খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আগামীতে আরও কয়েক বিঘা জমিতে চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত দেড় মাসে প্রায় ৫ কেজি ফল পাওয়া গেছে। তাতে লাভের মুখই দেখবেন বলে আশা করছেন শিক্ষকচাষি। তুফানগঞ্জের চাষিদের কাছে এই স্ট্রবেরি ফলের চাষকে বিকল্প চাষ হিসেবে বেছে নেওয়ার বার্তা দিচ্ছেন ছাটা রামপুর হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক রূপম পাল।

রূপমবাবু জানান, স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর পর ফাঁকা সময় বাড়িতেই এই চাষবাস করে থাকি। তাতে শারীরিক ও মানসিকভাবে খুবই ভালো আছি। স্ট্রবেরি ফলের গুণগতমান অনেক। এই ফল মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষত এই ফল মানবদেহের ত্বকের জন্য প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এই চাষের কাজে শিক্ষক রূপম পালের সাথে সাহায্যে করেন স্ত্রী সিমি পাল।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular