Sunday, November 3, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানFour Mischief Arrested রায়নায় ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার চার দুষ্কৃতী

Four Mischief Arrested রায়নায় ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার চার দুষ্কৃতী

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Four Mischief Arrested রায়না ২ ব্লকের মাধবডিহি থানা এলাকায় গত ৮ ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ী হামিদ আলি খানের খুনের ঘটনার কিনারা করল পুলিশ। আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন জানান, তদন্তে নেমে অতি অল্পদিনের মধ্যেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজই আদালতে পেশ করা হবে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের বাকি কাজ সমাধান করবে। ধৃতরা সুপারি কিলার কিনা, তাদের কী মোটিভ ছিল সবই তদন্ত এগোলে জানা যাবে। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই চারজন বাইকে করে এসে ব্যবসায়ীকে আক্রমণ করে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

৮ ফেব্রুয়ারি রাতে খুন হন ব্যবসায়ী হামিদ আলি খান Four Mischief Arrested

গত ৮ ফেব্রুয়ারি রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ব্যবসায়ী হামিদ আলি খানের (৪৬)। মাধবডিহির ছোটবৈনান বাজারে হামিদের একটি কাপড়ের দোকান ও হোলসেল লটারি টিকিটের দোকান ছিল। অন্যান্য দিনের মতো রাত ১০টার পর তিনি দোকান বন্ধ করে বাইকে চেপে নিজের বাড়িতে ফিরছিলেন। ব্যবসার ২ লক্ষের মতো টাকাও সঙ্গে ছিল তাঁর। পথে মাধবডিহির ছোট দিঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা দুষ্কৃতী দল হামিদের পথ আটকে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে যায়। হামিদ বাধা দিলে দুষ্কৃতীরা তাঁর কোমরে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে হামিদ। এরপর দুষ্কৃতীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের মাধ্যমে এই খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত হামিদকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকেরা হামিদ আলি খানকে মৃত বলে ঘোষণা করেন।

Four Mischief Arrested

আরও পড়ুন : Fire in train pantograph লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন! হাওড়া স্টেশনে ঢোকার মুখে আতঙ্কে যাত্রীরা

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular