বাংলার রাজনীতিতে মহীরূহের পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। এদিন সকাল থেকে শ্বাসকষ্ট বেড়েছিল। অক্সিজেন দেওয়া হলেও শেষরক্ষা করা সম্ভবপর হয়নি। সূত্রের খবর, আজ দুপুর ১২:৩০টা অবধি বাড়িতেই রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। রাতে রাখা হবে হিমঘরে। আগামিকাল সকাল ১০:৩০ থেকে সারাদিন আলিমুদ্দিন স্ট্রটে থাকবে তার দেহ। শুক্রবার বিকেল ৪ টে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শেষ যাত্রা হবে। তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে চিকিৎসা ক্ষেত্রে।
আরও পড়ুন : Akhil Giri : ফের বিতর্কে মন্ত্রী অখিল গিরি! রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে ‘কুকথা’
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee) প্রয়াণে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
Shocked and saddened by the sudden demise of the former Chief Minister Sri Buddhadeb Bhattacharjee. I have been knowing him for last several decades, and visited him a few times when he was ill and effectively confined to home in the last few years.
My very sincere condolences…
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee) মৃত্যুতে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেন মমতা। গান স্যালুট দেওয়া হবে বলেও জানান তিনি।