Thursday, November 21, 2024
HomeAccidentFood poisoning: 2 children died  খাবারে বিষক্রিয়ার ফলে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

Food poisoning: 2 children died  খাবারে বিষক্রিয়ার ফলে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

Food poisoning: 2 children died  খাবারে বিষক্রিয়ার ফলে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

সঞ্জিত সেন, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব বর্ধমান:  খাবারে বিষক্রিয়ার ফলে একই পরিবারের দুই শিশু সন্তানের মৃত্যু হল। বাকীরা ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের রথতলায়। মৃত দুই শিশুর নাম শুভঙ্কর ঘোষ (১২) ও রাহুল ঘোষ(৯)। এরা সম্পর্কে দুই ভাই। বাড়ি বর্ধমানের রথতলায়।

Food poisoning: 2 children died

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে মৃত দুই শিশু সন্তানের বাবা রবি ঘোষ, দিদি শর্মিলা ঘোষ, ঠাকুমা সন্ধ্যা ঘোষ ও পিসি শর্মিষ্ঠা ঘোষ। বাবা রবি ঘোষ বর্ধমান সিএমওএইচ অফিসের চালক। রবি ঘোষ বলেন, মঙ্গলবার তাদের বাড়িতে রাতে মাংস রান্না হয়।মাংস খাওয়ার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন।বুধবার চিকিৎসা করানো হয়। কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে বাড়াবাড়ি হয়। সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের সবাইকে। মৃত্যু হয় দুই শিশুর।
মৃত শুভঙ্কর ও রাহুলের দিদিমা আভা চন্দ্র বলেন,বাড়িতে ইঁদুর মারার বিষ দেওয়া হয়। তার অনুমান ওই বিষ খাবারে মিশে গিয়েই এতবড় দুর্ঘটনা ঘটলো।

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular