ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Flight disrupted due to fog ভরা বসন্তেও ঘন কুয়াশার কারণে ব্যাহত হয় যান চলাচল থেকে বিমান পরিষেবা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে দাঁড়ায়। আশেপাশের জিনিসও দেখা যাচ্ছিল না। সোমবার সকালে ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায় কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। সকালে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমানও উড়তে পারিনি দৃশ্যমানতা কম থাকার কারণে। পরিবর্তন করা হয় একাধিক বিমানের সময়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে কোন উড়ান চালানো সম্ভব নয় বলে জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তেমনই বাইরে থেকে আসা কোনও বিমানের অবতরণ করানো যায়নি কলকাতা বিমানবন্দরে। ফলে বিমানবন্দরে আটকে পড়েন বহু যাত্রী।
আরও পড়ুন : Fire at Cloth Godown ভস্মীভূত কাপড়ের গুদামঘর, প্রায় কোটি টাকা ক্ষতির সম্ভাবনা ফুলিয়ায়
কলকাতার পরিবর্তে বিমান নামে রাঁচি বিমানবন্দরে Flight disrupted due to fog
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, প্রথমে কৃত্রিম আলো জ্বালিয়ে বিমান অবতরণ করানোর চেষ্টা চালানো হয়েছিল কলকাতায়। কিন্তু এতটাই ঘন কুয়াশা ছিল সেটা সম্ভব হয় নি। ফলে যে সমস্ত বিমানের কলকাতায় নামার কথা ছিল সেগুলির বেশির ভাগকে পাঠিয়ে দেওয়া হয় রাঁচি বিমানবন্দরে।
আরও পড়ুন : Cooch Behar Municipality ৫ নং ওয়ার্ডে বিজেপির নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ, অস্বীকার শাসকদলের
_____
Published by Julekha Nasrin