অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Firing in Howrah মদ কেনার অছিলায় পানশালার কাউন্টারে এসে টাকা ছিনতাইয়ের চেষ্টা। বাধা পেয়ে পানশালার কর্মীকে গুলি দুষ্কৃতীদের। ১৬ নম্বর জাতীয় সড়কের আলমপুরের ঘটনা। ডোমজুড় থানার ফাঁড়ি থেকে ১০ পা দূরেই একই বিল্ডিঙে ঘটে গুলি চালানোর ঘটনা। পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পানশালার কর্মী অভিজিতের ডান হাতে দুটি ও বাম হাতে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ ওই পানশালার কর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ।
পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ Howrah Firing
আরও পড়ুন : saltlake guest house blast : সল্টলেকে গেষ্ট হাউসে বিস্ফোরণ, গুরুতর আহত এক মহিলা
পানশালার কর্মীদের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ একটি চার চাকা গাড়ি করে ৪-৫ জন যুবক আসে। প্রথম গাড়ি থেকে নেমে হোটেলের বার কাউন্টারে গিয়ে মদ চায়। তারপর সুযোগ বুঝে কাউন্টার থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বাঁধা পেয়েই গুলি চালিয়ে হাইওয়ে ধরে পালিয়ে যায়। পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও গুলি চালিয়ে দুষ্কৃতীরা কীভাবে পালাল তা নিয়ে উঠছে প্রশ্ন।
Published by Subhasish Mandal