রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা : Firing at Baharampur বহরমপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে বহরমপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোহনরায় পাড়া এলাকার মহিলা কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠল। টুম্পা সরকারের স্বামী পিনাকী সরকার জানিয়েছেন, তাঁর স্ত্রী টুম্পা সরকারের নমিনেশন তুলে নেওয়ার জন্য চাপ দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। রাতে নির্বাচনী প্রচার সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দেখতে পান তাঁর বাড়ির কাছাকাছি এলাকার রাস্তার লাইট অফ। কয়েকজন যুবক অন্ধকারে ঘোরাঘুরি করছিল। পিনাকী সরকার বাড়িতে ঢুকে গেলে তাঁর সদর দরজায় ঠকঠক করে আওয়াজ হওয়ায়। দরজা খুলতেই তাঁকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়৷ পিনাকী সরকার দরজা বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ায় প্রাণে বেঁচে যান। বন্দুকের গুলি তাঁর শরীর স্পর্শ করতে পারেনি৷ ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ তাঁর বাড়িতে যান৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পরপর ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ Firing at Baharampur
আরও পড়ুন : Municipal Polls অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
———–
Published by Subhasish Mandal