অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Fire in Cooch Behar মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু ঘটল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে স্থানীয় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় একটি ঘর ও জিনিসপত্র। মৃত দুই বৃদ্ধার নাম মীরা দে ও সাধনা বসু। পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে পুলিশ ও দমকল।
মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জে আগুন Fire in Cooch Behar
আরও পড়ুন : Rescue Cobra in Nadia প্রমাণ সাইজের গোখরো সাপ উদ্ধার
—–
Published by Subhasish Mandal