ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার তপসিয়ার গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়। আগুনের খবর পাওয়ার পর ঘটনাস্তলে উপস্থিত হয় দমকলের ১৫টি ইঞ্জিন। বহুতলের পাশে বহু ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায় বলে মত একাংশের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলবাহিনী এবং পুলিশ। উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে, কারণ, অনেকেরই দাবি, তাঁরা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন।
আরও পড়ুন: RG Kar Case: সন্দীপ-অভিজিতের জামিন, ফের রাজপথে প্রতিবাদ মিছিল
তবে শুক্রবারের এই অগ্নিকাণ্ডে ক্রমশই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আগুন লাগারও প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয়রা ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছেন। কিন্তু ঘটনাস্থলে বাঁশের কাঠামো থাকায় আগুন ছড়াতে সময় লাগেনি বলে সূত্রের খবর।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌছলে তাঁদেরকে লক্ষ্য করে এলাকার বাসিন্দারা ইঁট-পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলেও জানা যায়। পরিস্থিতি ব়্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-কে নামানো হয়।