সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা: Fire at Burdwan Medical College ভোররাতে আগুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে। সেই আগুনে মৃত্যু হল এক কোভিড রোগীর। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল (৬০)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে হাসপাতালের রাধারানি ওয়ার্ডে। বর্তমানে রাধারানি ওয়ার্ডকে কোভিড রোগীদের জন্য করা হয়েছিল। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড রোগী সন্ধ্যা মণ্ডল।
কোভিড ওয়ার্ডে আগুনে মৃত এক রোগী Fire at Burdwan Medical College
আরও পড়ুন : Madan Mitra injured বাইক চালাতে গিয়ে লরিতে ধাক্কা, দুর্ঘটনার কবলে মদন মিত্র, বললেন, ‘জোর বেঁচেছি’
হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়রা দাবি করেন, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হাসপাতালে আধঘণ্টা পর আসে দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরাই।
—–
Published by Subhasish Mandal