অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Farmers fear loss in rains দুদিনের ভারী বর্ষণে দিনহাটার বিস্তীর্ণ এলাকার কৃষি ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দিনহাটার নয়ারহাট, গোবরাছড়া, নান্দিনা, চৌধুরীহাট, ওকড়াবাড়ি-সহ বিশাল এলাকায় আলু, তামাক ও ভুট্টার জমিতে জমে গিয়েছে জল। রোদ উঠলেই সমস্ত গাছ মরে যাওয়ার সম্ভাবনায় প্রহর গুনছেন চাষিরা।
দুদিনের ভারী বর্ষণে ব্যাপক ক্ষতির আশঙ্কা Farmers fear loss in rains
এলাকার কৃষকদের বক্তব্য, কেউ ব্যাঙ্ক থেকে কিংবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষবাস করেছেন। কিন্তু দিন দুই আগে অকাল বৃষ্টির ফলে বিঘের পর বিঘে জমির তামাক, আলু ও ভুট্টার জমিতে জলের তলায়। গোবরাছড়ার এলাকার কৃষক নুরুল হক, রফিকুল ইসলাম, সাইদুল মিয়া, জোসনা বিবিরা বলেন, যেভাবে বৃষ্টি হয়েছে প্রতিটি জমিতে জল জমেছে। রোদ উঠলেই গাছ মরে যাবে। সরকারের উচিত সমস্যাটি নিয়ে চিন্তাভাবনা করা।
———–
Published by Subhasish Mandal