সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: মেচেদা রেল স্টেশনে অবরোধ পান, ফুল, চারা ব্যবসায়ী ও চাষিদের। রেল ঘেরাও করে তুমুল বিক্ষোভ অবরোধ। বচসা চলে রেল পুলিশের সাথে। শ্রমিক চাষিদের অভিযোগ রেলের বুকিং থাকা সত্ত্বেও হঠাৎ করে পণ্যবাহী গাড়ি বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ। তার ফলেই লক্ষ লক্ষ টাকার পণ্য সামগ্রী রেলস্টেশনে নিয়ে এসে বিপাকে পড়েছেন তাঁরা। এই সমস্ত মূল্যবান পণ্য পচে নষ্ট হয়ে যাবে বলে দাবি শ্রমিক চাষি ও ব্যবসায়ীদের। শুধু তাই নয় বিভিন্ন স্টেশনে এই সমস্ত পণ্য ওঠানামার জন্য গাড়ি নির্দিষ্ট একটা সময় দিয়ে দাঁড়াত। এখন সেটাও আবার স্টপেজ দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। বুকিং নিয়েও নির্দিষ্ট সময়ে গাড়ি না দিয়ে খামখেয়ালিপনা করছে রেল দফতর।
Farmers and workers protest at Mecheda station আচমকা বাতিল পণ্য পরিবাহী ট্রেন! মেচেদা স্টেশনে অবরোধ চাষি ও শ্রমিকদের
আরও পড়ুন : High court verdict on Gangasagar fair গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টের রায়
অবরোধকারীদের দাবি, যতক্ষণ না তাদের এই পণ্য পরিবহনের গাড়ি দেওয়া হচ্ছে রেল অবরোধ বা আন্দোলন চালিয়ে যাওয়া হবে। অবরোধে শামিল হয়েছেন পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় ২০০ শ্রমিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় মেছেদা রেলস্টেশনে। বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় রেলওয়ে পুলিশ প্রশাসনকে। অবরোধের জেরে আটকে পড়ে পুরী-জগন্নাথ এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার লোকাল ট্রেন।
Published by Subhasish Mandal