Thursday, September 19, 2024
Homeরাজ্যFake IPS arrested in Howrah হাওড়ায় নেশগ্রস্ত যুবককে থানায় ছাড়াতে এসে গ্রেফতার...

Fake IPS arrested in Howrah হাওড়ায় নেশগ্রস্ত যুবককে থানায় ছাড়াতে এসে গ্রেফতার ভুয়ো আইপিএস

অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Fake IPS arrested in Howrah ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করায় বেলুড় ধর্মতলা রোড থেকে চন্দন মিশ্র নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ভুয়ো আইপিএস নরেশ কুমার। নিজেকে আইপিএস অফিসার ও সেন্ট্রাল আইবি-র এক পদস্থ কর্তা বলে পরিচয় দেয় নরেশ। চন্দন তাঁর ভাই হয় বলেও দাবি করে সে।

২০১৪-ব্যাচের আইপিএস বলে পরিচয় Fake IPS arrested in Howrah

আরও পড়ুন : Asansol Municipality Election 2022 বিরোধী বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, উত্তেজনা আসানসোলে

একজন আইপিএস অফিসার গ্রেফতার হওয়া নেশাগ্রস্ত ভাইকে ছাড়াতে থানায় চলে এসেছেন শুনে সন্দেহ হয় বালি থানার আধিকারিকদের। নরেশ নিজেকে ২০১৪-ব্যাচের আইপিএস বলে পরিচয় দিয়েছিল। আইপিএসদের তালিকাতেও নাম না মেলায় তখন বিভিন্ন রকম ভাবে নরেশকে জেরা করলে শেষে ওই যুবক স্বীকার করে সে সেনা বাহিনীতে সিপাইয়ের চাকরি করত। আদতে হিমাচলের বাসিন্দা ওই যুবক বেলুড়ে একটি ফ্ল্যাটে থাকে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিপাইয়ের থেকে ওই চাকরির পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এছাড়া একটি ভুয়ো রেলের মেডিক্যাল কার্ডও মিলেছে।

আরও পড়ুন : Today TMC’s Meeting in Kalighat আজ বিকেলে মমতার ডাকা বৈঠকে নির্ধারিত হবে আইপ্যাকের ভবিষ্যত

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular