ফের বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল বাংলার বুকে। খাদিকুল থেকেও মেলেনি শিক্ষা, এবার বিস্ফোরণ ঘটল কোলাঘাটে (Kolaghat Explosion)। গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি। আতঙ্কে এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন বাসিন্দারা। বারবার বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা ফের কাঠগড়ায়।
কী জানা যাচ্ছে?
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat Explosion) একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, একটি অবৈধ বাজি কারখানাতে এই বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ উপস্থিত না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি দমকেলর ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : Pune Car Crash: ৩ লক্ষ টাকার বিনিয়মে রক্তের নমুনা বদল করেছিলেন চিকিৎসক!
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু অবৈধ বাজি কারখানা কোলাঘাট এলাকায় (Kolaghat Explosion) তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জেলা পুলিশ আধিকারিকদের দাবি, এই অবৈধ বাজি কারাখানাগুলিতে নিয়মিত হানা দেয় পুলিশ।
কোলাঘাটের মতো ঘটনা বাংলায় নতুন কিছু নয়। এর আগে এমন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কোলাঘাট বিস্ফোরণকাণ্ড ফের একবার মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকার প্রতি প্রশ্ন তুলে দিল।