দিনেদুপুরে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ। পরিত্যক্ত একটি প্লাস্টিক ব্যাগ কুড়োতে গিয়ে আহত হন এক ব্যক্তি। শনিবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটে৷ এসএন ব্যানার্জি রোডের উপর ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ে মাঝে রাস্তায় বিস্ফোরণটি হয়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, শনিবার দুপুরে ওই রাস্তায় একটি কালো রঙের প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি ৷ সেই ব্যাগে হাত দেওয়া মাত্রই বিস্ফোরণ ঘটে৷ কেঁপে ওঠে গোটা এলাকা৷ গুরুতর আহত হন ওই ব্যক্তি৷ স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় এবং আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷
আরও পড়ুন: RG Kar News: প্রতীকী মস্তিষ্ক ও চোখ নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা
শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে যেমন উপস্থিত হন কলকাতা পুলিশের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, তেমনই আসেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এছাড়া হাজির হন তালতলা থানার অ্যাডিশনাল ওসি এবং অফিসার ইনচার্জও৷ এছাড়া আসে কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডও৷ এই ঘটনাটি কীভাবে ঘটল, কে রয়েছে এর পিছনে, এমনই বিভিন্ন সব প্রশ্ন এখন উঠে আসছে৷ তদন্তে নেমেছে পুলিশ৷