স্যালাইনকাণ্ডে (Saline Controversy) উত্তাল বাংলা৷ এই উত্তপ্ত আবহের মধ্যেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিন প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। তাদের গ্রিন করিডর করে আনা হয়েছে।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, বিষাক্ত স্যালাইনের (Saline Controversy) কারণে এই তিন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনজনের মধ্যে দু’জনকে এসএসকেএম হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে এবং একজন ভর্তি আইটিইউ-তে। এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির অনুমান, ‘প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন’। এই স্যালাইন (Saline Controversy) ব্যবহারের পর থেকেই প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে। তবে এই বিষয়ে আরও স্পষ্ট হতে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। আজই জমা পড়বে ১৩ সদস্যের তদন্ত কমিটির একটি রিপোর্ট।
আরও পড়ুন: RG Kar: ডোরিনার নাম রাখা হোক ‘অভয়া ক্রসিং’, দাবি ডক্টরস ফোরামের
এদিকে জানা যাচ্ছে, এই স্যালাইনকাণ্ডের (Saline Controversy) জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। জোড়া জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন গিয়েছে কলকাতা হাইকোর্টে। দু’টি জনস্বার্থ মামলাই দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।