কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, Excise department destroys illegal poppy cultivation দুর্গাপুরে দামোদরে মানাচরে ৭০ বিঘা জমির উপর অবৈধ পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর। বাঁকুড়া জেলা আবগারি দপ্তর কয়েকদিন ধরেই দামোদরের চড়ে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।সম্প্রতি ড্রোন ব্যবহার করে দামোদরের চড়ে বেআইনি পোস্ত চাষের জায়গা গুলি চিহ্নিত করে আবগারি দফতর। সেইমতো দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে স্পিডবোটের সাহায্যে দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন দামোদরের চড়ে প্রায় ৭০ বিঘা জমিতে পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।বাঁকুড়া জেলা আবগারি দফতর সূত্রে খবর,নষ্ট করে দেওয়া এই পোস্তর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
আরও পড়ুন : Balurghat Municipality বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ননদ-বউদির দ্বৈরথ
___
Published by Julekha Nasrin