রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : সকাল থেকে রাত করোনার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশবাজার থানার পুলিশ। বিভিন্ন বাজারে পথচলতি মানুষ দেদার ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। এমনই মানুষজনকে আটক করা হল। পাশাপাশি প্রতিটি ব্যবসায়ী এবং টোটো চালকদের মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এমনকী নিজ ব্যবসার স্থানে বিনা মাস্কে কোনও ক্রেতাদের আসলে জিনিষপত্র না দেওয়া এবং মাস্ক ছাড়া টোটোতে যাত্রী না নেওয়ারও আবেদন করা হয়েছে ইংলিশবাজার থানার পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন : One day lockdown in Jhargram district town রাজ্যে প্রথম একদিনের লকডাউনের পথে ঝাড়গ্রাম জেলা শহর
মাস্কে অনীহা! ব্যাপক অভিযান ইংলিশবাজারে English Bazar police fight against Corona
——-
Published by Subhasish Mandal