রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : English Bazar Municipality মালদা সফরে এসে ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়েছিলেন গোঁজ প্রার্থীকে সরে দাঁড়াতে হবে পাঁচ দিনের মধ্যে। বিপদ বুঝে ভোট থেকে সরে না দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন ইংরেজবাজার পুরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার পরিতোষ চৌধুরী। তিনি বলছেন, ‘রাজনৈতিক মতানৈক্যে বিচ্ছেদ’। আর সমালোচকরা বলছেন, পুরোটাই নাটক।
ইংরেজবাজার পুরসভার জন্য প্রকাশিত তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল ৩ নং ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলার পরিতোষ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর। কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল না পরিতোষ চৌধুরীর স্ত্রীর। অগত্যা নির্দল প্রার্থী হিসেবেই লড়াই করার সিদ্ধান্ত নেন স্ত্রী কাকলি চৌধুরী। কিন্তু বাদ সাধে দলের ফতোয়া। মালদা সফরে এসে ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন, গোঁজ প্রার্থীদের ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে পাঁচ দিনের মধ্যে। অন্য উপায় না দেখে অবশেষে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলার। তাঁর জবাব, ‘স্ত্রী বাম মানসিকতা সম্পন্ন বলে মতানৈক্যের জেরে বিচ্ছেদের সিদ্ধান্ত’। যদিও সমালোচকরা বলছেন, পিঠ বাঁচাতে পুরোটাই নাটক। এর উত্তর দেবে সময়ই।
বিবাহ বিচ্ছেদের ঘোষণা বিদায়ী তৃণমূল কাউন্সিলারের English Bazar Municipality
English Bazar Municipality
আরও পড়ুন : Dilip Ghosh in Nadia ‘তৃণমূল পিসি-ভাইপোর পার্টি’, কৃষ্ণনগরে চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ
———–
Published by Subhasish Mandal