রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : English Bazar Municipality ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের ১৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭ জন মহিলা প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাই তৃণমূলের প্রার্থী তালিকায় ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুরুষদের চেয়ে সংখ্যায় বেশি মহিলা প্রার্থী। কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে।
২৯টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই মহিলা প্রার্থী তৃণমূলের English Bazar Municipality
ইংরেজ বাজার পৌরসভার ১৫নং ওয়ার্ডের গায়ত্রী ঘোষ, ৮নং ওয়ার্ডের কাকলি চৌধুরী, ২০নং ওয়ার্ডের চৈতালি ঘোষ সরকার, ২৭নং ওয়ার্ডের পূজা দাস-সহ ইংরেজবাজার পৌরসভা ২৯টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা ১৭ জন। প্রার্থীরা জানিয়েছেন, সংসারের রান্না পূজার্চনা-সহ অন্যান্য কাজ সামলে তাঁরা নির্বাচনে লড়াই করছেন। মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁরা সংসারের কাজ সামলে ময়দানে নেমে নির্বাচনী প্রচার করছেন। তাঁদের কথায়, যে রাঁধে সে চুলও বাঁধে।
সংসারের রান্না-সহ অন্যান্য কাজ সামলে নির্বাচনে লড়াই English Bazar Municipality
১০৮টি পৌরসভার পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। বৃহস্পতিবার ছিল স্ক্রুটিনি। এরপর থেকেই অন্যান্য প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারে। কেউ তিন বছর, কেউ দুই বছর আবার কেউ নতুন মুখ।
English Bazar Municipality
———–
Published by Subhasish Mandal