Elger leads S Africa to 7 wicket win পয়া জোহানেবার্গেই হারের ধাক্কা টিম ইন্ডিয়ার, প্রোটিয়া অধিনায়ক এলগারের অনবদ্য 96 রানের ইনিংস
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ, বাংলা: পয়া জোহানেবার্গেই হারের ধাক্কা টিম ইন্ডিয়ার । যে মাঠে এতদিন পর্যন্ত ৫টি টেস্ট খেলেও অপরাজিত ছিল ভারতীয় দল , সেখানেই কেএল রাহুলের দলকে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা । একইসঙ্গে প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে টেস্ট জিতে যে ইতিহাস তৈরি করেছিল ভারত, এবার জোহানেসবার্গ টেস্ট জিতে বদলা নিল ডিন এলগারের দল।
বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটারা আত্মবিশ্বাসী ব্যাটিং করে ভারতীয় বোলিংকে ভোঁতা করে দিলেন
দ্বিতীয় টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকারে টার্গেট ছিল ২৪০ রান। প্রথম ইনিংসে শার্দুল ম্যাজিক মুখ রক্ষা করলেও,দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলররা জয় এনে দিতে পারেনি দলকে। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের অনবদ্য 96 রানের ইনিংস ও সঙ্গে মার্করাম, পিটারসেন, ভ্যান ডার ডুসেন ও টেম্বা বাভুমাদের দলগত প্রয়াসে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজের ফল দাঁড়াল ১-১।