Friday, November 22, 2024
Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরElephants enter locality near Garbeta forest গরবেতার শালবনি জঙ্গলে হাতির দল

Elephants enter locality near Garbeta forest গরবেতার শালবনি জঙ্গলে হাতির দল

পার্থ মুখার্জী ইন্ডিয়া নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর:  Elephants enter locality near Garbeta forest   বুধবার গভীর রাতে বাঁকুড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা শালবনি এলাকায় চল্লিশটি হাতির দল ঢুকেছে বলে বন দপ্তর সূত্রে খবর।

এই কারণে এলাকার মানুষজনকে সাবধান এবং সতর্কতা জারি করেছে বনদপ্তর।  বনদপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় লাগাতার হাতির আনাগোনা রয়েছে।

জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল
বন দফতরের কর্মীরা সতর্কতাবার্তা দিচ্ছেন

ইতিমধ্যে হাতির দলগুলি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। সেই নিয়ে চিন্তায় পড়েছে বনদপ্তর এর কর্মীরা। মাইক দিয়ে তারা সতর্কতা বার্তা জানাচ্ছেন আশেপাশের মানুষজনকে। তবে কি কারণে হাতির আনাগোনা তা এখনও পর্যন্ত সঠিকভাবে তারা বলতে পারছেন না।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular