Tuesday, November 12, 2024
Homeরাজ্যপূর্ব মেদিনীপুরRoad Accident at East Medinipur অগ্নিগর্ভ মারিশদা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, পুলিশের...

Road Accident at East Medinipur অগ্নিগর্ভ মারিশদা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, পুলিশের গাড়িতে আগুন ক্ষুব্ধ জনতার

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Road Accident at East Medinipur দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুইজনের। আহত হয়েছেন অটো চালক-সহ আরও নয়জন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুর মধ্যস্থলে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের মৃত্যু হলেও বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে খবর, মারিশদা কামারদা থেকে একটি অটোতে করে চুল কারখানায় কাজে আসছিল ৯ জন মহিলা শ্রমিক। সকালে ১১৬বি জাতীয় সড়কে মারিশদা দইসাই তেলিপুকুর মধ্যস্থলে অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন। গুরুতর আহত হয় অটো চালকও। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। পরে হাসপাতালে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অটোচালক-সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে কলকাতার স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Road Accident at East Medinipur

আরও পড়ুন : Russia Ukraine Dialogue Update শিগগিরই তৃতীয় আলোচনায় রাশিয়া-ইউক্রেন

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular