Sunday, September 8, 2024
Homeরাজ্যEast Badwan : সন্তান হোক পুত্র বা কন্যা-মাতা কোন ভাবেই দায়ী নন’,...

East Badwan : সন্তান হোক পুত্র বা কন্যা-মাতা কোন ভাবেই দায়ী নন’, কন্যার  বিয়েতে  অতিথিদের অভিনব পাঠ দিলেন শিক্ষক বাবা

ইন্ডিয়া নিউজ বাংলা

Awareness lessons in the wedding hall of the daughter’s father

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান :একমাত্র কন্যার অদিতির বিয়ের আয়োজনে কোন খামতি রাখেননি বাবা।ফুল,মালা ও আলোক রোশনাইয়ে নিখুঁত ভাবে সাজানো হয়  বিয়ে বাড়ি।বৃহস্পতিবার সারাটা দিন বিয়ে বাড়ি ভরে থাকে সানাইয়ের সুর মূর্ছনায়।এতকিছুর মধ্যেও ওই বিয়ে বাড়িতে সবথেকে বেশী নজরকাড়া ছিল পাত্রীর শিক্ষক বাবা শ্যামাপ্রসাদ দাসের দেওয়া সচেতনতার পাঠ।তিনি বিয়ে বাড়িতেই লাগান কন্যা সন্তান নিয়ে  বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তুলে ধরা বড়বড় ফ্লেক্স।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে সচেতনতার পাঠ শিক্ষক বাবার 

শ্যামাপ্রসাদ দাসের বাড়ি পূর্ব বর্ধমানে।  মেধাবী ছাত্র শ্যামাপ্রসাদ।বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশুনা করে সাফল্যের সঙ্গে তিনি স্নাতক হন ।পরে তিনি স্কুল শিক্ষকতার চাকরি পান। এরপর সংসারে স্বচ্ছলতা ফেরে ।তবে শ্যামাপ্রসাদ বাবুর জীবনে বড় অঘটন ঘটে যায় কয়েক বছর আগে ।হঠাৎই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারাযান শ্যামাপ্রসাদ বাবুর স্ত্রী কাকলীদেবী।তখন তাঁর একমাত্র কন্যা অদিতি অনেক ছোট।শ্যামাপ্রসাদ বাবু নিজেই একদিকে পিতা ও অন্যদিকে মাতার  ভূমিকা নিয়ে তাঁর কন্যার যাবতীয় দায় দায়িত্ব পালন করেন।বাবার বিজ্ঞান প্রীতিকে অনুসরণ করে অদিতিও সম্প্রতি কলকাতার সিটি কলেজ থেকে বি,এস সি পাশ করে ।এরই মধ্যে অদিতির সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে মালদার মথুরাপুরের বাসিন্দা  পেশায় ইঞ্জিনিয়ার যুবক স্বর্ণাঙ্কু সাহার।মেয়ের পছন্দের পাত্রকেই নিজের জামাই করে নেওয়ার সিদ্ধান্ত নেন শ্যামাপ্রসাদ বাবু ।বৃহস্পতিবার বিয়ের দিনেও মেয়ের ভাব ভালবাসার বিষয়টি তিনি একেবারে লিখিত ভাবেই সাজিয়ে গুছিয়ে জনসমক্ষে তুলে ধরেন ।একমাত্র কন্যার বিয়ের দিনই কেন বিয়ে বাড়িতে কন্যা সন্তান জন্মানোর বৈজ্ঞানিক ব্যাখ্যা  তুলে ধরলেন ? এর উত্তরে শ্যামাপ্রসাদ বাবু বলেন,বিজ্ঞান  ভিত্তিক কি কারণে সন্তান পুত্র বা কন্যা হয়ে জন্মায় তা বহু মানুষের কাছেই অজানা রয়ে আছে। তার কারণে এখনকার যুগেও বহু মানুষ মনে করেন কন্যা সন্তান জন্মানোর দায় শুধু মাত্র মায়ের।তাই কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য মায়েদের  নির্যাতন হজম করতে হয়। কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে অনেক মায়ের প্রাণ খোয়ানোর মত ঘটনায় ঘটছে। অথচ বিজ্ঞান বলছে,সন্তান পুত্র হোক বা কন্যা – তার জন্য মাতা কোন ভাবেই দায়ী নয় ।

Awareness lessons in the wedding hall of the daughter’s father

আর ও পড়ুন Mysterious Fire in Malda : আগুন রহস্য, উৎস ছাড়া জামাকাপড়ে করে জ্বলে উঠছে আগুন

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular