চলতি বছরের দুর্গাপুজো সম্পন্ন হল। গত এক মাস ধরে উত্সবের যে প্রস্তুতি চলছিল, তার অবসান হল। পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে গেলেন কৈলাশে স্বামী মহাদেবের কাছে। তাই মন খারাপ সকলের৷
বিজয়া কেন বলা হয়?
এই বিজয়া দশমীতেই মা-এর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিন। এই দিন প্রতিমা নিরঞ্জনের পর মিষ্টিমুখ করার রীতি রয়েছে। ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ করেন। আর বন্ধুদের মধ্যে হয় প্রীতি-শুভেচ্ছা বিনিময়।
পুরাণে মহিষাসুর বধের কাহিনি অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন। এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: Durga Puja 2024: ৩০০ বছরের প্রাচীন নদিয়ার নবদ্বীপের কংসবণিক পরিবারের দুর্গাপুজো
মা-এর বিদায়বেলায় মন শুধুই বলছে, আবার এসো মা। ফের একটা বছরের প্রতীক্ষা। তবে আনন্দের বিষয় এই যে, আগামী বছর পুজো এগিয়ে এসেছে কিছুটা।
২০২৫ সালের পুজোর সূচি
মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার)
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)
নবমী: ১ অক্টোবর (বুধবার)
দশমী : ২ অক্টোবর (বৃহস্পতিবার)
লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)
কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)
ভ্রাতৃদ্বিতীয়া: ২২ অক্টোবর (বুধবার)