অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : DSO protests in Cooch Behar পাড়ায় শিক্ষানীতির সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ দেখাল এসইউসিআই-এর ছাত্র সংগঠন ডিএসও। আজ কোচবিহারের হিরিশপাল মোড়ে পাড়ায় শিক্ষালয়ের প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন তাঁরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বিদ্যালয় (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি নিয়ে)। খুলছে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিও। কিন্তু খুলছে না প্রাইমারি স্কুল। পাড়ায় শিক্ষক নয়, চাই শিশুদের শিক্ষার আলো–– দাবি নিয়ে আজকে তাদের এই বিক্ষোভ।
পাড়ায় শিক্ষালয়ের প্রতিবাদ বিক্ষোভ DSO protests in Cooch Behar
আরও পড়ুন : Child body rescued in Howrah হাওড়ায় চাঞ্চল্য! বাঁকড়ার নিখোঁজ শিশুর দেহ মিলল টিকিয়াপাড়ায়
এসইউসিআই-এর আসিফ আসিফ বাবু জানান, গত দুই বছর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নভেম্বর মাসে কিছুদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেও ওমিক্রমের নাম করে আবারও বন্ধ করে দেওয়া হয়। পানশালা খোলা–– যেখানে মদ খেয়ে অমানুষ হওয়া যায় সেটা খোলা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হচ্ছে না। আমাদের লাগাতার আন্দোলনের ফলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা হল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে সব বিশেষজ্ঞরা মান্যতা দেয় তারা বলছে যে প্রথম শ্রেণি থেকে স্কুল খোলা উচিত, যাতে শিশুরা প্রাথমিক শিক্ষাটুকু পায়। তা সত্বেও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল খুলল এবং পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করল। এই নিয়ে আমরা সরকারকে হুঁশিয়ারি দিলাম আগামী ৭ তারিখের মধ্যে যদি পাড়ায় শিক্ষালয় প্রকল্প বন্ধ না হয়, তাহলে আরও বড়সড় আন্দোলনে সামিল হতে বাধ্য হব।
———–
Published by Subhasish Mandal