সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : কালীগঞ্জ থানার পাগলাচণ্ডী এলাকার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকান্তপুর-সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। গ্রামে রয়েছে জলের রিজার্ভার, কিন্তু সেই ট্যাঙ্ক বা রিজার্ভার থেকে পৌঁছচ্ছে না বেশ কিছু এলাকায় পানীয় জল। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘ দুই-তিন বছর ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। আর সেই সমস্ত কলের চারপাশে ময়লা আবর্জনা জমেছে। কোথাও কোথাও টাইম কল আছে সেটা আবর্জনা জমার কারণে আর বোঝার উপায় নেই। দীর্ঘদিন পানীয় জল না পেয়ে সংবাদমাধ্যমের সামনে ‘জল চাই’ এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
পানিঘাটা গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা Drinking water problem in Nadia
গ্রামে জল সরবরাহ বন্ধ তাই জলের বিকল্প ব্যবস্থা হিসেবে কেনা জলের উপর ভরসা করে রয়েছেন গ্রামবাসীরা। তাঁদের আরও দাবি মাঝেমধ্যে যদি জলের গাড়ি না আসে তখন পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হন তাঁরা। আর যাদের জল কেনার সামর্থ্য নেই, তাদের তো বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের নোংরা জল ব্যবহার করে দিনযাপন করতে হয়! পুকুরের নোংরা জল ব্যবহার করার ফলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, দাবি গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীরা জানান একপ্রকার বাধ্য হয়েই পুকুরের জল তাঁরা ব্যবহার করেন।
পুকুরের নোংরা জল ব্যবহার করতে হয় গ্রামবাসীদের Drinking water problem in Nadia
পানীয় জল না পেয়ে গ্রামের সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। উপরন্তু অভিযোগ জানাতে গেলে তাঁদের অভিযোগ নিলেও কোনও প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামে কল আছে, জল নেই বিষয়টি পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহসান আলি মোল্লা একপ্রকার স্বীকার করে নিলেন। তাঁর বক্তব্য এই সমস্যা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। কারণ এলাকার জল সরবরাহের জন্য যেই ট্যাঙ্ক রয়েছে ওভারলোডের কারণে সেখান থেকে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তিনি বিকল্প পরিকল্পনা তৈরি করছেন। তবে আর কত দিনে এই সমস্যার সম্মুখীন হবেন গ্রামের সাধারণ মানুষগুলো প্রশ্নটা থেকেই যাচ্ছে।
—–
Published by Subhasish Mandal