Sunday, September 8, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারDooars Tarai Tea Estate বেতন বৃদ্ধি-সহ নানান দাবিতে ডুয়ার্স-তরাই জুড়ে চা বাগানগুলিতে...

Dooars Tarai Tea Estate বেতন বৃদ্ধি-সহ নানান দাবিতে ডুয়ার্স-তরাই জুড়ে চা বাগানগুলিতে আন্দোলন

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Dooars Tarai Tea Estate বেতন বৃদ্ধি-সহ নানান দাবিতে ডুয়ার্স-তরাই জুড়ে চা বাগানগুলিতে আন্দোলনে নেমেছে স্টাফ-সাব-স্টাফ জয়েন্ট কমিটি। তাদের দাবি, ‘দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো হচ্ছে না, অন্যদিকে, এই মূল্যবৃদ্ধির সময়ে তাদের ঘর চালানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে। এরজন্য বৃহস্পতিবার তারা কালো কাপড় লাগিয়ে চা বাগানগুলোতে কালা দিবস হিসেবে পালন করছে।’

বৃহস্পতিবার কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে চা বাগানের কর্মরত স্টাফ ও সাব স্টাফরা কালা দিবস পালন করে । এই বিষয়ে চা বাগানের কর্মরত স্টাফ ও সাব স্টাফরা জানান, ‘যে-বেতন আমরা পাই তা অত্যন্ত সাধারণ। এই বেতনে চলা আমাদের জন্য অনেক সমস্যার। তাই আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি করা হক।’

এছাড়াও, কমিটির তরফে জানানো হয় দাবি পূরণ না হলে, আগামী ৭ মার্চ থেকে ১০ মার্চ এই চারদিন চা বাগানে কাজ না করে বিক্ষোভে সামিল হবে । এবং গেট মিটিংয়ে সামিল হবে।

Dooars Tarai Tea Estate

আরও পড়ুন : Taherpur Municipality তাহেরপুর পৌরসভার ফলাফল নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে

Published by Subhasish Mandal 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular