Thursday, November 21, 2024
HomeBreakingRG Kar Protest: লাইভস্ট্রিমিংয়ে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী Mamata? উঠছে প্রশ্ন

RG Kar Protest: লাইভস্ট্রিমিংয়ে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী Mamata? উঠছে প্রশ্ন

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে তোলপাড় বাংলা তথা গোটা দেশ। এর আঁচ উত্তপ্ত করেছে বিশ্বের বহু প্রান্তকে৷ নবান্ন ও জুনিয়র চিকিৎসকদের আলোচনা নিয়ে দড়ি টানাটানি এখনও অব্যাহত৷ কিন্তু এই সমস্যা কি আদৌ মিটবে?

কী জানা যাচ্ছে?

একদিকে সরকার যখন আলোচনার প্রস্তাব দিচ্ছে, তখন নিজেদের ৫ দফায় দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। দু’দিন নবান্ন থেকে ডাক পেয়েও আলোচনায় বসতে নারাজ আন্দোলনকারী (RG Kar Protest) চিকিৎসকরা। কারণ সেক্ষেত্রে তাঁদের শর্ত মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারকে৷ এদিকে নবান্নও নিজের সিদ্ধান্তে অনড়৷ পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী৷

আরও পড়ুন: RG Kar News: ডাক্তারদের চিঠির পিছনে ‘রাজনীতি’ দেখছেন Chandrima Bhattacharya

প্রতিদিনের মতো বুধবারও রাতভর স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় (RG Kar Protest) থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং-এ অনুরোধ জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তাতে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজি নন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকেই প্রশ্ন তুলেছেন যে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিংয়ের সরাসরি সম্প্রচার হলে আপত্তিটা কোথায়? তাহলে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? কবে এই জট কাটবে? কবে বাংলার মাটিতে শান্তি ফিরে আসবে? কবে বিচার পাবে নির্যাতিতা? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আরজি কর-কাণ্ডকে ঘিরে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular