Friday, September 20, 2024
Homeরাজ্যনদিয়াDissatisfaction Judgment of High Court হাইকোর্টের রায় তামাশা-হাস্যকর, ওটা আগে থেকেই লেখা...

Dissatisfaction Judgment of High Court হাইকোর্টের রায় তামাশা-হাস্যকর, ওটা আগে থেকেই লেখা ছিল : শমীক ভট্টাচার্য

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Dissatisfaction Judgment of High Court নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক, তামাশা, হাস্যকর। আদালতের রায় আগে থেকেই লেখা ছিল। কল্যাণীতে নির্বাচনী প্রচারে এসে হাইকোর্টের রায় নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। হাতেগোনা আর কয়েকদিন রয়েছে রাজ্যের পৌরসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল সর্বশক্তি দিয়ে প্রচারে নেমে পড়েছে। কল্যাণী পৌরসভার বিজেপি প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে বুধবার একটি পথসভায় যোগদান করেন বিজেপি নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য।

মহামান্য আদালতের হাস্যকর জাজমেন্ট Dissatisfaction Judgment of High Court

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘হাইকোর্টের যে রায় এসেছে এটা অত্যন্ত দুঃখজনক। আগেও চারটি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন, নির্বাচন কমিশন বলবেন তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করবে নাকি রাজ্য পুলিশ দিয়ে।  কমিশন বলেছিল রাজ্য পুলিশ দিয়ে তারা সুষ্ঠুভাবে ভোট করবে। কিন্তু ভোটের দিন ভুয়ো ভোটার দৌড়াদৌড়ি করছে। নির্বাচন কমিশনের ভুয়ো ব্যাজ পরে কিছু মানুষ বুথের মধ্যে ঢুকে ভোট লুট করছে। কিন্তু সেই নির্বাচন দেখার পরেও মহামান্য আদালতের যদি এরকম হাস্যকর জাজমেন্ট হয় তাহলে আবারও একবার সেই তামাশা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া।’

আদালত যে রায় আজকে দিল তা মনে হল আগে থেকে লেখা ছিল Dissatisfaction Judgment of High Court

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আদালতের রয়েছে। তা সত্ত্বেও আদালত যে রায় আজকে দিল তা মনে হল আগে থেকে লেখা ছিল। শুধুমাত্র একটা দিন সময় নষ্ট করে আদালত এই নির্দেশ প্রকাশ করলেন। অর্ডারের কপি পেলে উচ্চ আদালতে যাব।’

Dissatisfaction Judgment of High Court

আরও পড়ুন : Anish Khan death আনিস খানের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি চলছে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার আর্জি রহিম নবীর 

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular