শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট ‘প্রাপ্তি’-র মাধ্যমে হারিয়ে যাওয়া বাইক ও মোবাইল তুলে দেওয়া হল একাধিক মালিকপক্ষকে। এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত ১৪টি থানার পুলিশকর্মীরা খোয়া যাওয়া ৪৫টি বাইক এবং ২৫৫টি মোবাইল তুলে দিলেন মালিকদের হাতে। বাইক ও মোবাইল পেয়ে খুশি মালিকেরা।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট ‘প্রাপ্তি’ Diamond Harbor District Police Initiative
দক্ষিণ ২৪ পরগনার পৈলানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিস থেকে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মঙ্গলবার মালিকদের হাতে ফোন ও বাইক তুলে দেন। ‘প্রাপ্তি’ অনুষ্ঠানের মাধ্যমে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে খোয়া যাওয়া মোবাইল ও মোটর সাইকেল ফেরত পেয়ে খুশি প্রাপকেরাl
—–
Published by Subhasish Mandal