Thursday, September 12, 2024
Homeরাজ্যনদিয়াDemand for road repairs in Nadia ছয়মাস ধরে খোঁড়া রাস্তা, সংস্কারের দাবিতে...

Demand for road repairs in Nadia ছয়মাস ধরে খোঁড়া রাস্তা, সংস্কারের দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ ব্যবসায়ীদের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : ছয় মাস ধরে রাস্তা সংস্কার হবে বলে খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু সংস্কার হচ্ছে না। এবার নদিয়ার কৃষ্ণনগর লালদিঘি পৌর বাজারের সম্মুখে বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই আজ সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর-মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পরে পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পর অবরোধ তোলেন ব্যবসায়ীরা।

 অবরোধের ফলে কৃষ্ণনগর-মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে Demand for road repairs in Nadia

আরও পড়ুন : Allegations of panchayat corruption শ্রমিক নয়, ১০০ দিনের কাজ করছে জেসিবি মেশিন!  এনায়েতপুর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular