শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Demand for opening of school in Basanti বর্তমান পরিস্থিতির মধ্যে স্কুল খোলার দাবি নিয়ে বাসন্তী ব্লকের চৌমাথাতে ছাত্রছাত্রীদের নিয়ে পথসভা। এই পথসভার আয়োজন করল ‘লোক চেতনা মঞ্চে’র (SPAN) সহযোগিতায় ‘রেনেসাঁ অফ সুন্দরবন’ নামে একটি যুব সংগঠন। এই পথসভাটি আগামী এক সপ্তাহ ধরে বাসন্তী ব্লকের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে হবে। এদিন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বাসন্তী শিক্ষা দফতর এবং বিডিওকে স্কুল খোলা-সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।
‘লোক চেতনা মঞ্চ’ এবং ‘রেনেসাঁ অফ সুন্দরবন’ সংগঠনের পক্ষ থেকে পথসভার মূল উদ্দেশ্য হল বর্তমান শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা এবং করোনাবিধি মেনে সমস্ত সরকারি ও সব ক্লাসের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আবেদন। বর্তমান শিক্ষাব্যবস্থার পরিস্থিতি নিয়ে পথচলতি মানুষদের মতামত জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে একটি সইস্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়।
‘লোক চেতনা মঞ্চ’ এবং ‘রেনেসাঁ অফ সুন্দরবন’-এর উদ্যোগ Demand for opening of school in Basanti
আরও পড়ুন : Demand to open Jute Mill জুটমিল খোলার দাবিতে ভদ্রেশ্বরে জিটি রোড অবরোধ সিটুর
পথসভার মূল উদ্দেশ্য বর্তমান শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা Demand for opening of school in Basanti
বিডিও এবং শিক্ষা দফতরে জমা দেওয়া স্মারকলিপির মধ্যে ছিল–
১. অবিলম্বে করোনাবিধি মেনে সমস্ত ক্লাসের জন্য বিদ্যালয় খুলে দেওয়া হোক।
২. যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলছুট ও শিশু শ্রমিক হয়ে গেছে তাদের প্রত্যেকে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
৩. গত দু’বছর ধরে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক ঘাটতি হয়েছে, সেগুলো নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা হোক।
৪. যে সমস্ত সরকারি স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব আছে সেই সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হোক।
৫. বাসন্তী ব্লকের যতগুলো লাইব্রেরি আছে সেই সমস্ত লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগ করে লাইব্রেরিগুলোকে পুনর্জীবিত করুক।
৬. যে সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক দারিদ্র্যসীমার নীচে বসবাস করছে বা আর্থিক দিক দিয়ে দুর্বল সেই সমস্ত পরিবারের ছাত্রছাত্রীদের পরীক্ষা ফিজ এবং ভর্তি ফি মুকুব করা হোক।
—–
Published by Subhasish Mandal