Tuesday, September 17, 2024
Homeরাজ্যপশ্চিম বর্ধমানDemand for Online Test স্কুল খুলতেই উলটপুরাণ! অনলাইন পরীক্ষার দাবিতে বেসরকারি স্কুলে...

Demand for Online Test স্কুল খুলতেই উলটপুরাণ! অনলাইন পরীক্ষার দাবিতে বেসরকারি স্কুলে ছাত্র বিক্ষোভ

কৌশিক বোস, দুর্গাপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Demand for Online Test এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী রাজনৈতিক দল-সহ বাম ছাত্র সংগঠনগুলি লাগাতার স্কুল-কলেজ খোলার পক্ষে আন্দোলন চালিয়ে গেছে। স্যোশাল মিডিয়াও স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করা নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে গেল স্কুল-কলেজ। কিন্তু দুর্গাপুরে স্কুল খুলতেই উলটপুরাণ। ইস্পাত কলোনির একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের সামনে এদিন প্রবল ছাত্র বিক্ষোভ লক্ষ্য করা গেল। ছাত্রদের দাবি, সিলেবাস শেষ হয়নি। তাই অফলাইন পরীক্ষার বদলে অনলাইন পরীক্ষা নেওয়া হোক। এছাড়াও ছাত্রদের দাবি, এই কোভিড আবহে বহু ছাত্রই এখনও পর্যন্ত নানা কারণে ভ্যাকসিন নেয়নি। তাদের বাড়িতেও বয়স্ক মানুষেরা আছে, অনেকেই নানান ক্রনিক রোগে আক্রান্ত। ফলে এই মুহূর্তে অফলাইন পরীক্ষা হলে সংক্রমণের আশঙ্কা থাকছে। যদি স্কুল কর্তৃপক্ষ সেই দায় নেয়, তাহলেই অফলাইন পরীক্ষা দিতে রাজি তারা। এই মর্মে প্রধানশিক্ষকের কাছে একটি আবেদনপত্রও জমা দিয়েছে ছাত্ররা।

অফলাইন পরীক্ষা হলে সংক্রমণের আশঙ্কা, দাবি ছাত্রদের Demand for Online Test

আরও পড়ুন : Educational institutions open in West Bengal বাজল ঘণ্টা, খুলল স্কুল : বাংলায় চেনা ছন্দে ফিরল পঠনপাঠন

এদিন স্কুল খুলতেই গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। তাদের দাবি, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক কিংবা অনলাইনে নেওয়া হোক। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওই স্কুলে প্রি-বোর্ড পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এবং তা অফলাইনেই নেওয়া হবে বলে স্কুলসূত্রের খবর। দাবি না মানা হলে আগামী দিনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্ররা। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ছাত্রদের আবেদন পত্র গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular