সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: আম বাগানের একের পর এক গাছ কেটে তৈরি করা হচ্ছে প্লট। বিক্রি করে দেওয়া হচ্ছে বাগানের জমি। সেখানে এক এক করে গজিয়ে উঠছে কংক্রিটের বসতবাড়ি। রাতের অন্ধকারে গাছ কেটে বাগান সাফাই করে দিচ্ছে গাছ মাফিয়া থেকে জমি মাফিয়ারা। সব জেনেও নিশ্চুপ প্রশাসন। সবুজ ধংসের এক মত্ত খেলায় মেতেছে নদিয়ার শান্তিপুর।
প্রশাসনের নজর এড়িয়ে শান্তিপুরে চলছে সবুজ ধ্বংস Deforestation is going on in Santipur
শান্তিপুর পৌরসভা এলাকার বালাপুকুরে এই আমবাগান থেকে একের পর এক গাছ কেটে নেওয়ার পরও নিশ্চুপ পৌর প্রশাসকরা। এমনকী নিশ্চুপ শান্তিপুর থানাও। প্রশাসনের সকলেই জানেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে কেউ সরাসরি অভিযোগ দায়ের করেনি এখনও। যদিও লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, বলছে প্রশাসন।
আরও পড়ুন : Cartoonist Narayan Debnath Passes Away প্রয়াত বাঙালির আইকন নারায়ণ দেবনাথ
স্থানীয়দের অভিযোগ, সবুজ ধ্বংসের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে রাস্তায় নামে পৌরসভা। সবুজ বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে সচেতন করছে রাজ্য সরকারও। অথচ তাদের পৌর এলাকায় এত বড় একটি বাগান ধ্বংস হয়ে যাচ্ছে কোনও টনক নেই। রাতের অন্ধকারে প্রশাসনের নাকের ডগায় ধ্বংস হচ্ছে এই বাগান। প্রশ্ন উঠছে কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই সবুজ ধ্বংসের চোরাচালান।
—–
Published by Subhasish Mandal