তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Deepa Dasmunsi in Kaliyaganj ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। ভোট লুট করে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ধ্বংস করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই আগামী ২৭ ফেব্রুয়ারি মানুষ ঠিক মতো ভোট দিতে পারবে কিনা সন্দেহ আছে।’ আজ কালিয়াগঞ্জে ভোট প্রচারে এসে ঝড় তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি। তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে চায়। কিন্তু এখন মানুষকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, যেন তারা ভোট দিতে না পারে। এইভাবে যদি হতে থাকে তাহলে গণতন্ত্র আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে সে নিয়ে কোনও সন্দেহ নেই।’
দীপা দাসমুন্সি আরও বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে মানুষ আগে তাঁদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক সুষ্ঠুভাবে। তবেই বুঝতে পারা যাবে মানুষ কাকে পছন্দ করে। কিন্তু মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কীভাবে? বর্তমানে পুলিশ জেলা প্রশাসন ও শাসকদলের দলদাসে পরিণত হয়েছে। আর এইভাবে হতে থাকলে গণতন্ত্রের পক্ষে শুভ নয়।’
মানুষ ভোট দিতে চায় কিন্তু এখন মানুষকে ভয় দেখানো হচ্ছে Deepa Dasmunsi in Kaliyaganj
তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন একটা কথা ভোটাররা বলছেন যে তারা ঠিকঠাক ভাবে ভোট দিতে পারবেন তো! কেননা বিগত যে করপোরেশনের নির্বাচন হয়ে গেল সেখানে ভয়ে ভোট দিতে পারেনি ভোটাররা। অনেক জায়গায় কংগ্রেস দল প্রার্থী দিতে পারেনি তার একমাত্র কারণ শাসকদলের ভয়।’
Deepa Dasmunsi in Kaliyaganj
আরও পড়ুন : BJP expelled two Leader পুর ভোটে গোঁজ প্রার্থী, মালদায় দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি
———–
Published by Subhasish Mandal