সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Dacoity in Santipur শান্তিপুর থানা এলাকার বাইগাছি শিব মন্দির সংলগ্ন এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। বাড়ির টিন কেটে গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় ৫৪ হাজার টাকা এবং বেশকিছু সোনা রুপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শান্তিপুর থানায় ফোন করলে পুলিশ প্রশাসন রাতে এসে খতিয়ে দেখে গোটা পরিস্থিতি।
স্থানীয় শিব মন্দিরে বসে মদ-গাঁজার আসর চালায় দুষ্কৃতীরা Dacoity in Santipur
সূত্র মারফত জানা যায়, প্রতিরাতে শিব মন্দিরে বসে মদ-গাঁজার আসর। অকথ্য গালিগালাজ-সহ চলে হই হট্টগোল। এই সব ঘটনা দীর্ঘদিন সহ্য করে আসছিল প্রতিবেশীরা। গতকাল রাত এগারোটা নাগাদ মদ্যপানের পর মন্দিরের সংলগ্ন তারক ভট্টাচার্যের বাড়িতে টিন কেটে গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। পেশায় সুতোর ব্যবসায়ী তারকবাবু জানান, বাড়িতে তিনি এবং তাঁর বৃদ্ধ বাবা রবীন্দ্র ভট্টাচার্য থাকেন। কিছুদিন আগে মা মারা যান। গতকাল রাতে বাবা শুয়ে ছিলেন। হঠাৎই বেশ কয়েকটা থান ইট এসে পড়ে। এরপর চেঁচামেচি করলেও আশপাশের অনেকেই এগোতে সাহস পায় না। কী হয়েছে বাবা দেখতে গেলে দেখে টিন কেটে গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। বৃদ্ধ বাবা বাধা দিতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ঘরে ঢুকে দেদার লুটপাট চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়িক কাজের জন্য রাখা ৫৪ হাজার টাকা এবং মায়ের বেশ কিছু সোনা রুপোর গহনা নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় ফোন করলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিত খতিয়ে দেখে যায় গতকাল রাতেই। আজ এলাকারই ওই চার মদ্যপ যুবকের বিরুদ্ধে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তারকবাবু।
দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা Dacoity in Santipur
প্রতিবেশী মঞ্জু দেবনাথ জানান, অসহনীয় অত্যাচারের কথা স্থানীয় ক্লাবকে জানিয়েও কোনও ফল মেলেনি। অপর এক প্রতিবেশী ছাত্রী চুমকি দেবনাথ বলেন, প্রতিবাদ করার কারণে এর আগে ওই চারজন যুবক তাঁকে মৃত্যুর হুমকিও পর্যন্ত দেয়। পাড়ার ক্লাবের সভাপতি পরিমল দেবনাথ জানান, এরা কেউ ক্লাবের সঙ্গে যুক্ত নয়। তবে প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাড়াগত ভাবেও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Dacoity in Santipur
আরও পড়ুন : Clashed at Cooch Behar বোমা, গুলি ও খড়ের গাদায় আগুন! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সিঙ্গিজানিতে
———–
Published by Subhasish Mandal