রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা : Cyber Crime in Bidhannagar বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস। টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। সল্টলেকে ভুয়ো কল সেন্টার থেকে ১৬ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের বিপি ব্লকে একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চালাচ্ছিল এই চক্র। বিদেশি নাগরিকদের মাইক্রোসফটের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ডিজিট্যাল টাকা বা ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করত এরা। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয় এই চক্র।
১৬ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা Cyber Crime in Bidhannagar
ভুয়ো কল সেন্টার থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী-সহ ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিস্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই সংস্থার চারজন কর্ণধার দিবাকর ধারা, অরূপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরশ্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে Cyber Crime in Bidhannagar
১) রাজীব ঝা (২৮)
২) অভিষেক ভারতী (২৩)
৩) নীলাদ্রি ব্যানার্জি (২৩)
৪) শেখ আজারুদ্দিন (৩০)
৫) বিকাশ শাহ (২৮)
৬) সুমন ঘোষ (৩০)
৭) অনিরুদ্ধ দাস (৩২)
৮) ওয়াসিম আলি (২৫)
৯) কৌশিক ঘোষাল (৩১)
১০) দীপায়ন চক্রবর্তী (৩১)
১১) আর্কজ্যতি দাস (৩১)
১২) সুমন চ্যাটার্জি (২৬)
১৩) সন্দীপন পাল (৩১)
১৪) দীপক গম্ভীর (২৮)
১৫) অনিন্দ্য রায় (৩১)
১৬) দিব্যেন্দু মল্লিক (৩৪)
Cyber Crime in Bidhannagar
আরও পড়ুন : Sukanta Majumdar in Barasat ‘পাড়ায় সুকান্তদা’ কর্মসূচিতে মধ্যমগ্রামে জনসংযোগ বিজেপি রাজ্য সভাপতির
———–
Published by Subhasish Mandal