সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Cut Money Claims in Nadia বসত জমি কেনায় চিকিৎসকের কাছ থেকে চার লক্ষ টাকা দাবি ক্লাবের। টাকা দিতে অস্বীকার করায় ভেঙে দেওয়া হল বাড়ির পাঁচিল, পানীয় জলের কল। নিরুপায় হয়ে থানার দ্বারস্থ চিকিৎসক। ঘটনাটি শান্তিপুর শ্যামবাজার এলাকায়।
জানা গেছে, শান্তিপুর ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাস মাস কয়েক আগে ওই এলাকায় দেড় কাঠা জায়গা কিনেছিলেন। এরপর সেই জায়গাটি প্রাচীর দিয়ে ঘিরে দেয়। গত ১৭ তারিখ স্থানীয় ক্লাবের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয় চিকিৎসক সুজন দাসের কাছে। চিকিৎসকের অভিযোগ ওই মোটা অঙ্কের টাকা দিতে রাজি না হওয়ার কারণে ক্লাবের সদস্যরা তাঁর জমির প্রাচীর, লোহার গেট ভাঙচুর করে এবং জমির ভেতরে বসানো টিউবওয়েল উপড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক সুজন দাস। যদিও স্থানীয় ক্লাবের পক্ষ থেকে সুজন দাসের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ক্লাবের সম্পাদক জানান, ‘গতকাল ক্লাবে ঢুকে ভাঙচুর করেন ওই চিকিৎসকই’। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Cut Money Claims in Nadia
———–
Published by Subhasish Mandal