ইন্ডিয়া নিউজ বাংলা
রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে একদিকে মহানগরী কলকাতা ও শৈল শহর দার্জিলিঙ। সংক্রণমনের উর্দ্ধগতিতে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক আক্রান্ত্রের সংখ্যা ২২১১৫, মৃত ২৩, কলকাতায় সংক্রমণের হার ৪১%, মৃত্যু ৭ জনের।এদিকে বাংলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কলকাতাতে সংক্রমণের হার ৪০ শতাংশের বেশি
আবার ২২ হাজার ছাড়াল রাজ্যে। কলকাতাতেও দৈনিক আক্রান্ত আট হাজারের গণ্ডি পার করার পর সামান্য কমেছিল। বুধবার আবার তা সাত হাজার ছাড়াল মহানগরীতে। বাড়ল উত্তর ২৪ পরগনাতেও। উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিঙের কোভিড পরিস্থিতি। বুধবার দৈনিক সংক্রমণের হার সামান্য কমলেও ৩০ শতাংশের উপরেই আছে। কলকাতাতে সংক্রমণের হার ৪০ শতাংশের বেশি। আরও বাড়ল সক্রিয় রোগী। বাড়ল দৈনিক মৃত্যুও।এদিকে বাংলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিঙের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের বুধবারের রিপোর্ট অনুসারে মঙ্গলবার রাজ্যে করোনার ৭১,৭৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২২,১৫৫টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ৩০.৮৬ শতাংশ। কলকাতায় কিছুটা কমেছে সংক্রমণ। সেখানে মঙ্গলবার আক্রান্ত ৭,০৬০ জন। দার্জিলিং-এর ২২৬ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হয়েছে ৫০০। উত্তর ২৪ পরগনায় ৪,৩২৬, দক্ষিণ ২৪ পরগনায় ১,৪৬১, হাওড়ায় ১,৩৬১ ও হুগলিতে ১,১০৭ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১,০১০ জন। নদিয়াতেও সংক্রমণ একধাক্কায় বেড়েছে অনেকটাই। ৩৮৫ থেকে বেডে় প্রায় দ্বিগুন ৬৩৫-এ পৌঁচ্ছেছে। মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮.১৭ লক্ষ।
আরও পডুন : Corona Infected Leaders জেনে নিন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত