অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : মাথাভাঙা রেল স্টেশনে রেলযাত্রীদের করোনা পরীক্ষা করানো হল স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে। এদিন শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসে আসা মাথাভাঙা রেলস্টেশনে নামা যাত্রীদের করোনা পরীক্ষা করা হয়। রাজ্যের কলকাতা-সহ আশপাশের জেলাগুলোতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই করোনার সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে মাথাভাঙা মহকুমা শাসকের দফতরে একটি প্রশাসনিক বৈঠক সংগঠিত হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা থেকে আসা সমস্ত রেলযাত্রীদের মাথাভাঙা রেল স্টেশনে করোনা পরীক্ষা করা হবে। সেই সিদ্ধান্ত কার্যকরী করতেই আজ অর্থাৎ শনিবার মাথাভাঙা রেল স্টেশনে পদাতিক এক্সপ্রেসে আসা যাত্রীদের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়।
দূরপাল্লা ট্রেনের যাত্রীদের করোনা পরীক্ষা মাথাভাঙা রেলস্টেশনে Covid-19 test at Mathabhanga station
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে সংগৃহীত এই নমুনা আরটি-পিসিআর করে তিনদিন পর যাত্রীদের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। তবে উল্লেখ্য যে এ দিনের নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম থাকায় রেল থেকে নামা যাত্রীদের স্টেশন চত্বরে ভিড় জমে যায় এবং সমস্যার সম্মুখীন হতে হয়। রেলযাত্রীদের অভিযোগ সমগ্র প্রক্রিয়াতে স্বাস্থ্য দফতরের নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব মানা হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
——-
Published by Subhasish Mandal