অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনার থাবা রেল পরিষবায়। পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিড পজিটিভ। তাঁদের বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘পূর্ব রেলের হাওড়া, মালদা, শিয়ালদা এবং আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত। চালক, সহকারী চালক, টিটি ছাড়াও আক্রান্তদের মধ্যে বড় অংশ অফিসারেরাও রয়েছেন।’ এছাড়াও হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারশেডের কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে করোনা আক্রান্ত হাজারের বেশি কর্মী Corona Situation of Eastern and South Eastern Railways
রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু এবারে সেরে ওঠার হার খুবই দ্রুত সে কারণে রেল পরিষেবা এখনও পর্যন্ত সেভাবে প্রভাব পড়েনি। তবে আক্রান্তের হার যেভাবে বাড়ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। অপরদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রের খবর, গার্ডেনরিচে সেন্ট্রাল রেলওয়ে হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১০০ জন ভর্তি আছে। এছাড়া ওই একই হাসপাতালে অন্যান্য বিভাগের ৪৪ জন রেলকর্মী ভর্তি আছেন।
——-
Published by Subhasish Mandal