Thursday, November 21, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাCorona situation in North 24 Parganas করোনা সংক্রমণের চেন ভাঙতে হাবরা এবং...

Corona situation in North 24 Parganas করোনা সংক্রমণের চেন ভাঙতে হাবরা এবং অশোকনগরে কড়া জেলা প্রশাসন

সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি জেলা শহরগুলিরও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী৷ জেলাতে ইতি মধ্যে চার হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ জেলার বিভিন্ন পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বাজারঘাট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সে পথেই হাঁটল হাবড়া ও অশোকনগর পৌরসভা৷

হাবরা এবং অশোকনগরে বাজারে নিয়ন্ত্রণ Corona situation in North 24 Parganas

করোনা সংক্রমণে রাশ টানতে আগামী শুক্রবার ১৪ তারিখ হাবরা পৌর এলাকায় ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেবলমাত্র জরুরি পরিষেবা বাদে সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন হাবরার পৌর প্রশাসক নারায়ণ সাহা৷ এদিন পুরসভার পক্ষ থেকে এই মর্মে মাইকে প্রচার করে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে৷ জানা গেছে শুক্রবারের পাশাপাশি শনিবার ১৫ তারিখ হাবরা পাইকারি বস্ত্র হাট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনার সংক্রমণ রোধে হাবরা পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পৌর প্রশাসক নারায়ণ সাহা জানান, শুক্রবার ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সমস্ত দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে৷ পাশাপাশি পরদিন পাইকারি বস্ত্র হাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে কবে বন্ধ হবে তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন তিনি আরও জানান সোমবার পর্যন্ত হাবরা পৌর এলাকায় ১১১ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। স্বাভাবিকভাবেই সংক্রমণের চেন ভাঙতে এই উদ্যোগ বলে জানান তিনি। পাশাপাশি হাবরা পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সাধারণ মানুষের কাছে পুলিশ ও পৌর প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানান পৌর প্রশাসক৷

মাস্ক ব্যবহারে জোর Corona situation in North 24 Parganas

আরও পড়ুন : Lata Mangeshkar corona infected করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর

একইসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার পক্ষ থেকেও করোনা রুখতে পরপর তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার এলাকার সমস্ত দোকান বাজার, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে এই মুহূর্তে পৌরসভা এলাকা-সহ অশোকনগর বিধানসভা এলাকায় মোট ১০টি কনটেইনমেন্ট জোন রয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২১০ জন৷

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular