সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : সরকারি নির্দেশিকা মেনে বর্ধমান শহরে সোমবার সবজি, মাছ ও মাংসের বাজার বন্ধ হল। পূর্ব বর্ধমান জেলা তো বটেই, বর্ধমান শহরেও কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৫২৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আর বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা ২০২। সুতরাং কোভিডবিধিকে আর উপেক্ষা করার মতো কোনও বিলাসিতা দেখানো যাবে না বলেই মনে করছে প্রশাসন। কোভিডে ধুঁকছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালও। সেখানে এখনও পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক কোভিড পজিটিভ। আক্রান্ত চিকিৎসকেরা সকলেই কোয়ারান্টাইনে গেছেন। পাশাপাশি ৩৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন।
কোভিডে ধুঁকছে বর্ধমান, আজ শহরে বন্ধ বাজারহাট Corona situation in Burdwan
আরও পড়ুন : Corona situation in Alipurduar করোনা প্রতিরোধে বাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত আলিপুরদুয়ার শহরে
এদিন সকালে শহরের তেঁতুলতলা, স্টেশন, নীলপুর, বীরহাটা, ঝুরঝুরে পুল কিংবা উদয়পল্লি বাজার সবই প্রায় সুনসান। পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় কোথাও মাছ, সবজি বা মাংসের বাজার খোলা নেই। করোনা বাড়বাড়ন্তে ব্যবসায়ীরাও পূর্ণ সমর্থন জানিয়েছেন জেলা প্রশাসনের কোভিড নির্দেশিকাকে।
——-
Published by Subhasish Mandal