Friday, November 22, 2024
Homeরাজ্যCorona Situation at East Midnapore করোনা সংক্রমণ প্রতিরোধে বাজারে নিয়ন্ত্রণ, নন্দকুমার থানা...

Corona Situation at East Midnapore করোনা সংক্রমণ প্রতিরোধে বাজারে নিয়ন্ত্রণ, নন্দকুমার থানা এলাকায় জারি নির্দেশ

সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনার তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চিন্তায় প্রশাসন। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এবার আংশিক বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার জনবহুল বাজারগুলি বন্ধ রাখার ঘোষণা করল পুলিশ।

আরও পড়ুন : Covid awareness campaign at Dhupguri শহরের বুকে মাস্ক নিয়ে অভিযান ধূপগুড়ি প্রশাসনের

নন্দকুমার থানা এলাকায় বাজারে নিয়ন্ত্রণ Corona Situation at East Midnapore

শুক্রবার নন্দকুমার থানার পক্ষ থেকে থানা এলাকার বাজারগুলিতে মাইকিং করে জানানো হয় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সময় বাজার বন্ধ রাখতে হবে। পাশাপাশি যারা বাজারে আসবেন অবশ্যই মাস্ক পরতে হবে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সেই নিয়ম মেনেই  ব্যবসায়ীরা দোকান বন্ধ করলেও বেশকিছু দোকান বন্ধ করতে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular