Thursday, November 21, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ারCorona booster dose programme আলিপুরদুয়ারে করোনার বুস্টার ডোজ প্রদান কর্মসূচি

Corona booster dose programme আলিপুরদুয়ারে করোনার বুস্টার ডোজ প্রদান কর্মসূচি

অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : সোমবার থেকে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শুরু হল কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে জেলার প্রথম সারির ২ হাজার করোনা যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী এবং তার সাথে জেলার ষাটোর্ধ্ব বয়সিদের এই বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি চলবে।

আলিপুরদুয়ার জেলার ৯০টির বেশি ক্যাম্পে আজ বুস্টার ডোজ দেওয়া হবে Corona booster dose programme

আরও পড়ুন : Viral video! Gopinath’s song in Corona Awareness করোনা নিয়ে সচেতনতার বার্তা, গান বাঁধলেন ঝালমুড়ি বিক্রেতা গোপীনাথ

আলিপুরদুয়ার জেলার ৯০টির বেশি ক্যাম্পে আজ বুস্টার ডোজ দেওয়া হবে। এদিন ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের একাধিক কর্মী এসে বুস্টার ডোজ নিলেন সকাল থেকে। তবে সে ভাবে এখনও পর্যন্ত দেখা মেলেনি কোনও সাধারণ নাগরিকের। আজ এই বুস্টার ডোজ নিতে দেখা গেল আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং অ্যাডিশনাল এসপি-কেও। সাধারণ মানুষ যাতে ভয় না পেয়ে এগিয়ে আসে তাই তাঁরা প্রথমে বুস্টার নিয়ে বার্তা ছড়িয়ে দিলেন।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular