Friday, November 22, 2024
Homeরাজ্যনদিয়াCorona awareness campaign by Santipur Municipality মাস্কবিহীন রাস্তায় জড়িয়ে ধরছে করোনা, ডাকছে...

Corona awareness campaign by Santipur Municipality মাস্কবিহীন রাস্তায় জড়িয়ে ধরছে করোনা, ডাকছে যমদূত! সচেতনতায় অভিনব উদ্যোগ শান্তিপুরে

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : পথে হেঁটে বেড়াচ্ছে সাক্ষাৎ করোনা ভাইরাস! আর মাস্কবিহীন মানুষ দেখলেই ধরছে জড়িয়ে। পাশাপাশি ডাকছে যমদূতকে। পরে পুলিশের মধ্যস্থতায় মাস্ক পরার অঙ্গীকারে ছাড়ানো হচ্ছে মানুষকে। না, এরা কেউ সত্যি নয়। মানুষকে সচেতন করতে প্রত্যেকেই সাজানো হয়েছে জীবন্ত মডেল হিসেবে। এভাবেই পথে এগিয়ে চলেছে শান্তিপুর পৌরসভার করোনা সচেতনতার পদযাত্রা।

আরও পড়ুন : Demonstration demanding reopening of Mangalahat বার বার কেন মঙ্গলাহাটকে লক্ষ্য, হাওড়ায় পথ অবরোধ ব্যবসায়ীদের

করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ Corona awareness campaign by Santipur Municipality 

শান্তিপুর পৌরসভার এই উদ্যোগে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সুব্রত ঘোষ, সহকারী প্রশাসক শুভজিৎ দে, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য শাহজাহান শেখ, যতন সরকার, প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ-সহ পৌরসভার বিভিন্ন প্রতিনিধিগণ। নাটকে ধরপাকড়ের পর তাঁরা মুখে মাস্ক পরিয়ে হাতজোড় করে অনুরোধ জানাচ্ছেন শান্তিপুরকে করোনা শূন্য করে তোলার জন্য। পথের পাশের শিশুরা কেউ ভয়ে, কেউবা মজার ছলে মুখে বেঁধে নিচ্ছেন মাস্ক। যাঁরা বয়সে বড় তাঁরা ক্যামেরার সামনে লজ্জিত হয়ে মুখ ডাকছেন হাত দিয়ে, কেউবা শীতের পোশাক দিয়ে। আর ক্ষণিকের মধ্যে পৌরসভার পক্ষ থেকে এসে বেঁধে দেওয়া হচ্ছে মাস্ক। সূত্রাগড় মোড় থেকে শুরু করে নতুনহাট পুলিশ ফাঁড়ি হয়ে চড়কতলায় শেষ হয় আজকের সচেতনতা মিছিল। একইসঙ্গে পৌরসভার পক্ষ থেকে চলে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular