Monday, September 16, 2024
Homeরাজ্যকোচবিহারCooch Behar Clashes কোচবিহারে জমি-বিবাদ নিয়ে সংঘর্ষে জখম তিন

Cooch Behar Clashes কোচবিহারে জমি-বিবাদ নিয়ে সংঘর্ষে জখম তিন

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Cooch Behar Clashes জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী আত্মীয়ের সাথে সংঘর্ষ জখম তিনজন। ঘটনাটি মাথাভাঙা দুই ব্লকের শীলডাঙা এলাকার। আহত পরিবারের সদস্যরা বলেন প্রতিবেশী আত্মীয়ের সাথে জমি নিয়ে বিবাদ ছিল। সম্প্রতি এই নিয়ে গ্রামে সালিশিসভা বসে। তাদের জমির কাগজপত্র থাকলেও প্রতিবেশী আত্মীয়রা জমিতে চাষবাস করত জোরপূর্বক। সালিশি সভার যে সিদ্ধান্ত হয়েছে তাতে তারা খুশি ছিলেন না। রবিবার প্রতিবেশী আত্মীয়রা জমিতে কাজ করতে গেলে তারা বাধা দান করেন। এরপর লাঠি, বল্লম-সহ অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে‌। এরফলে গুরুতর জখম হন। তারা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

Cooch Behar Clashes

আরও পড়ুন : TMC Protest ভবিষ্যতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলে সারা দেশ স্তব্ধ করে দেব : সওকত মোল্লা

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular