Sunday, November 24, 2024
Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরControversial Remarks by Dilip Ghosh ‘আমাদের লোকেরা বাঁশটাশ কেটে রেখেছে, দরকার হলে...

Controversial Remarks by Dilip Ghosh ‘আমাদের লোকেরা বাঁশটাশ কেটে রেখেছে, দরকার হলে সেটা ব্যবহার করব’, বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Controversial Remarks by Dilip Ghosh ‘কাঁচা বাঁশ কাটা আছে। দরকার হলে সেগুলোই ব্যবহার করা হবে।’ ক্ষীরপাই পৌরসভা ভোটে প্রচারে এসে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের দিলীপ ঘোষ জানান, ক্ষীরপাইতে বিজেপি লোকসভা আর বিধানসভায় লিড পেয়েছে। তৃণমূল জানে বিজেপিই জিতবে। তাই ভয় দেখিয়ে, পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়ে আটকানোর চেষ্টা করছে। আমাদের লোকেরাও এখানে যথেষ্ট শক্তপোক্ত আছে। ওরা যেরকম জবাব চায় সেরকম জবাব আমরা দেব। ভোট হবে, লোক ভোট দেবে। আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। আমাদের লোকেরা বাঁশটাশ কেটে রেখেছে, কাঁচা বাঁশ। দরকার হলে সেটা ব্যবহার করব আমরা।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর নিশ্চয় প্রয়োজন আছে। অনেক ভোটাররা ভয়ে বেরোন না বোম পড়বে, ঝামেলা হবে বাড়ির সামনে সেইজন্য। সেন্ট্রাল বাহিনী থাকলে সাধারণ মানুষ একটু নির্ভয়ে ভোট দিতে পারেন। পুলিশের ওপর কারও ভরসা নেই।’

পুলিশের ওপর কারও ভরসা নেই Controversial Remarks by Dilip Ghosh

Controversial Remarks by Dilip Ghosh

আরও পড়ুন : Mathabhanga Municipality জোরকদমে প্রচারে তৃণমূল-বিজেপি, মাথাভাঙায় গৌতম দেব থেকে বিজেপির তিন বিধায়কের ভোট প্রার্থনা

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular